সিরিয়াল কিলার, এ কথাটি কমবেশি সবাই জানলেও ‘সিরিয়াল কিসার’ কথাটি শুনেছেন কখনও? বর্তমানে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বেড়েছে এই ‘সিরিয়াল কিসারদের’ দৌরাত্ম্য। যেখানে নারীদের দেখলেই জাপটে ধরে চুম্বন করা হচ্ছে।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একজন মাঝবয়সি নারী রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। হঠাৎ একটি যুবক ছুটে এসে জাপটে ধরে সেই নারীকে চুমু খেতে শুরু করে। বেশ কিছুক্ষণ ধরে ওই নারী যুবককে ছাড়ানোর চেষ্টা করেন, তবে নাছোড়বান্দা যুবক কিছুতেই ছাড়তে নারাজ! মন ভরে চুমু খেয়ে পালিয়ে যান ওই যুবক! ঘটনার শিকার নারী বুঝতেই পারলেন না, হলটা কী!

https://twitter.com/UtkarshSingh_/status/1635208847672606721?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1635208847672606721%7Ctwgr%5E7549ce6094ea1987c85bc7d4e6ef507b97c219d8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.daily-bangladesh.com%2Finternational%2F377206

আর ঘটনাটি যে নারীর সঙ্গে ঘটেছে, তিনি জামুইয়ের সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মী। অভিযুক্ত যুবক নারীকে লক্ষ্য করে হাসপাতালের পাঁচিল টপকে এসে এমন কাণ্ড ঘটায়।

এদিকেএই বিষয়টি নিয়ে ওই নারী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও তিনি হাসপাতাল চত্বরে নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।

ওই নারী স্বাস্থ্যকর্মী বলেন, ‘‘ঘটনাটি ঘটার পর আমি স্তম্ভিত। কিছু বুঝে ওঠার আগেই সবটা হয়ে গেল। আমার সহকর্মীদের ডাকার চেষ্টা করি, কিন্তু ততক্ষণে ছেলেটি পালিয়ে যায়। আমি ওকে চিনতামও না, কেন আমার সঙ্গে এমনটা হল, বুঝতে পারছি না।’’

সূত্র: ফ্রি প্রেস জার্নালআনন্দবাজার