অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথর বোঝাই ট্রাক চাপায় ‌জেলার রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ‍্যায় ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সেতুর পশ্চিমে তালতলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কর্মকর্তার নাম আনিছুর রহমান (৩৭)। তিনি ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আমির হোসেনের ছেলে।

নিহতের ভাগ্নে আবেদ আলী জানান, শনিবার সন্ধ‌্যা পৌনে ৭টায় আনিছুর তার বোনের বা‌ড়ি শা‌হীবাজার থেকে ‌মোটরসাইকেল যোগে বা‌ড়ি‌ ফির‌ছিলেন। মোটরসাইকেল টি সোনাহাট সেতুর পশ্চিমে তালতলা নামক এলাকায় পৌছিলে পিছন দিক থেকে আসা এক‌টি পাথর বোঝাই ট্রাক (রংপুর মেট্রো-ট- ১১০০১৭) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হ‌ন আনিছুর। এসময় ট্রাক ফেলে চালক পালিয়ে যান।  পরে স্থানীয়রা আনিছুর কে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, ঘাতক ট্রাক‌টি আটক করা হয়েছে। নিহতের প‌রিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে।