অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের অভিযানে ৪৫ বোতল  মদ ও ২ লক্ষ ৬০ হাজার ৫০০ টাকাসহ এক মাদক বিক্রেতা আটক হয়েছে। আটক ওই মাদক বিক্রেতার নাম এনাম হোসেন (৪৫)। তিনি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকার আচা মামুদের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফরের নেতৃত্বে একটি দল বুধবার রাতে ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকার এনাম হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে ৪৫ বোতল বিলেতি মদ ও নগদ ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকা উদ্ধার করে তাকে হাতেনাতে আটক করে।

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিদর্শক আব্দুর রহমান বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করে আটককৃত আসামীকে পুলিশে সোপর্দ করেছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের হাতে আটক ব্যক্তির নামে মামলা হয়েছে। গেল বৃহস্পতিবার তাকে কুড়িগ্রাম জেলা হাজতে পাঠানো হয়েছে।