অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে নৃশংসভাবে এক যুবককে ‍ হত‍্যা করা হয়েছে। ওই যুবকের নাম ফিরোজ আলম (১৮)। সে উপজেলার বলদিয়া ইউনিয়নের রাঙ্গালেরকুটি গ্রামের মুল্লুক চানের ছেলে। শনিবার (২৫ জুন) মধ‍্যরাতে এ ঘটনাটি ঘটে। রবিবার (২৬ জুন) সকালে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে। এঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন‍্য দুইজনকে আটক করেছে কচাকাটা থানা পুলিশ।

বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার রাতে ফিরোজ আবুল মোড়ে তার গালামালের দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে জোনাব আলীর বাড়ির সন্নিকটে বাঁশঝাড়ের কাছাকাছি পৌছলে ওঁৎ পেতে থাকা অজ্ঞাত একাধিক ব‍্যক্তি তার মাথায় ধারালো অস্ত্র দ্বারা এলোপাতাড়ি আঘাত করে। এতে সে রক্তাক্ত যখম অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে থাকাবস্থায় পথচারীরা দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে স্থানীয় পল্লী চিকিৎসককে ডেকে আনলে তিনি তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে কচাকাটা থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।