আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে রামনবমী উপলক্ষে পূজা দিতে গিয়ে মন্দিরের কুয়োয় পড়ে ৩৫ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৩০মার্চ) মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরের শ্রী বালেশ্বর মহাদেব মন্দিরে পুণ্যার্থীদের চাপে পুরনো ১টি কূপ ঢেকে রাখতে ব্যবহৃত স্ল্যাব ভেঙে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

গতকাল বৃহস্পতিবার সকালে শ্রী বালেশ্বর মহাদেব মন্দিরে অসংখ্য পুণ্যার্থী হাজির হয়েছিলেন। পূজা চলার সময় পুণ্যার্থীদের অনেকেই মন্দিরের ভেতর একটি কূপ ঢেকে রাখতে ব্যবহৃত স্ল্যাবের ওপর উঠে পড়েন। বহু পুরনো এই কূপের মুখ কংক্রিটের স্ল্যাব দিয়ে ঢাকা ছিল।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার পরপরই এলাকায় পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এবং দমকল পাঠানো হয়েছে। প্রায় ১৮ ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালানোর পর ৩৫ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ১৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুইজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে গেছেন।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, কী করে এই ঘটনা ঘটলো, মন্দির কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। মৃতদের পরিবার পিছু পাঁচ লাখ এবং আহতদের পরিবার পিছু দুই লাখ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।