তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউপি পূজামণ্ডপ, মন্দির ভাঙচুরের ঘটনায় পাঁচশতাধিক ব্যাক্তিকে অভিযুক্ত করে থানায় ৩টি পৃথক মামলা হয়েছে। এতে ৩ মন্দিরের পার্শ্ববর্তী ১০ গ্রামের মানুষের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় ফজলু মিয়া নামক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার কর্মধা ইউপি গত ১৩ অক্টোবর বুধবার রাতে কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনায় বিক্ষুব্ধ মানুষ নলডরি পূজামন্ডপ, আছগরাবাদ চা বাগান পুজামন্ডপ ও রাজানগর চা বাগান পুজামন্ডপে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় কুলাউড়া থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়।

এদিকে পুজা মন্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়েরের পর থেকে পার্শ্ববর্তী নলডরি, নোনা হোসনাবাদ, মহিষমারা, টাট্রিউলি, ফটিগুলি, মুরইছড়া, বুধপাশা, দীঘলকান্দি, পাট্রাই ও কর্মধা গ্রামের পাঁচ শতাধিক মানুষের মধ্যে গ্রেফতার আতঙ্ক দেখা দিয়েছে।

এ ব্যাপারে কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ রহমান আতিক জানান, পুলিশ কিভাবে মামলার আসামী চিহ্নিত করছে এ ব্যাপারে আমি কিছু জানি না। তবে মানুষ যাতে হয়রানির শিকার না হয় এ ব্যাপারে চেষ্টা করবো।

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় মামলার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার সাথে জড়িত থাকার অভিযোগে পূর্বফটিগুলি গ্রামের ফজলু মিয়া নামক এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযুক্ত অন্যান্যদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *