রাজনীতিক ডেস্কঃ মানুষ খেতে পারে না বললেই তাদের গ্রেফতার করা হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গত শনিবার (১ এপ্রিল) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)র সামনে বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের বাস্তব চিত্র তুলে ধরতে গিয়ে সাংবাদিকরা গ্রেফতার হচ্ছেন, পত্রিকার বিরুদ্ধে মানলা হচ্ছে। আর সেই কারণেই আজকে এ রমজানের মধ্যেও আমরা অবস্থান কর্মসূচিতে আসতে বাধ্য হয়েছি। তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের অবস্থা কি! গরিব মানুষ আজ খেতে পারে না। মধ্যবিত্ত মানুষ আরও গরিব হয়েছে, শুধু গুটিকয়েক মানুষ যারা আওয়ামী লীগের সিন্ডিকেট তারা ধনী থেকে আরও ধনী হয়েছে।

বিএনপি নেতা মোশাররফ বলেন, সারা বিশ্বে গবেষণা হয় কোন দেশে কী পরিমাণ বৈষম্য হয়। সেই বৈষম্যের রিপোর্টে দেখা যায়, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য সবচেয়ে বেশি। ধনী এখানে আরও ধনী হয়, গরিব আরও গরিব হয়।

তিনি বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, এই সরকার জনগণের সরকার নয়; এই জন্য এরা গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়। বাংলাদেশ এখন সিন্ডিকেট দিয়ে পরিচালিত হয়। সিন্ডিকেটের মাধ্যমে অর্থনীতিতে ধ্বংস করেছে, ব্যাংকগুলোকে ধ্বংস করেছে। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। এদেশের মানুষ পরিবর্তন চায়, ভোটের অধিকার চায়। এই রমজানেই মানুষ রাজপথে নেমেছে; এই সরকারকে বিদায় করার লক্ষ্যে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ প্রমুখ।

পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার সারা দেশের জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। তার অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আইইবি’র সামনে বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছে দলটি।