মো.নাছির উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার জেলার বাঞ্ছারামপুর উপজেলার মো.মুজিবুর রহমান। তিনি  উজানচর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে বিশাল এলাকা নিয়ে গড়ে তুলেছেন মাল্টাসহ বিভিন্ন ফলের বাগান।

সরেজমিনে মাল্টা বাগান ঘুরে দেখা যায়, বাগানজুড়ে সবুজ মাল্টার সমাহার মূহুর্তেই সবার দৃষ্টি আকর্ষণ করে। টসটসে রসালো এই ফলের ভারে প্রতিটি গ্রাছের ডালপালা নুইয়ে পড়ছে। প্রতিটি গাছেই ঝাঁকে ঝাঁকে মাল্টা এসেছে।

 চাষী মো.মুজিবুর রহমান বলেন, স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু হওয়ায় প্রতি কেজি মাল্টা ১৫০ টাকা দরে বাগান থেকেই নিয়ে যাচ্ছেন ক্রেতারা। এছাড়া স্হানীয় বাজারে ও মাল্টার অনেক চাহিদা রয়েছে।প্রতিদিন এ চাহিদা আরও বৃদ্ধি পাচ্ছে

 তিনি আরোও বলেন বাণিজ্যিক ভাবে বারি ওয়ান-মাল্টা বাগান করে অল্প সময়ে পেয়েছেন প্রত্যাশিত সাফল্য। এখানকার মাটি ও আবহাওয়া মাল্টা চাষের জন্য খুবই উপযোগী বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।

প্রায় ৩ বছর পূর্বে ৩৫ শতাংশ  জমিতে মাল্টা চাষ শুরু করেন কৃষক মো.মুজিবুর রহমান, গাছ রোপণের পরের বছরই ফলন পেতে শুরু করেন।  এরপর থেকে প্রতি বছরই তিনি ওই জমি থেকে নিয়মিত মাল্টা পাচ্ছেন। আর এ মাল্টা বিক্রি করে লাভবানও হয়েছেন তিনি। মাল্টার পাশাপাশি তার একই জমিতে ড্রাগন, জাম্বুরা, খেজুর, ও পেয়ারাসহ বিভিন্ন ফলের চারা রয়েছে।

উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো.সাইদুল হক বলেন চাষী মুজিবুর রহমানকে সর্বত্মক সহায়তা দেয়া হচ্ছে। করোনাকালীন সময়ে ভিটামিন সি সমৃদ্ধ এই মাল্টা পুষ্টির চাহিদা পূরনের পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সকলের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *