আন্তর্জাতিক ডেস্কঃ আজ সোমবার (২১ জুন) ভোরে রাজধানী কুয়ালালামপুরের অদূরে ডেনকিলের বেশ কয়েকটি নির্মাণাধীন সাইট থেকে ১০২ বাংলাদেশিসহ ৩০৯ জনকে আটক করা হয়। মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যেই অবৈধ অভিবাসী প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত ও মিয়ানমারের নাগরিক রয়েছেন।

দেশটির ইমিগ্রেশন সুত্রে জানা যায়, ৭১৫ জনকে যাচাই-বাছাই শেষে ৩০৯ জনকে আটক দেখানো হয়েছে। আটককৃতরা ২০ থেকে ৫২ বছর বয়সের মধ্যে। তাদের বিরুদ্ধে অভিবাসী আইন ১৯৫৯/৬৩ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন ইমিগ্রেশনের ডিজি ইন্দিরা খাইরুল জাইমি দাউদ। পুরো এ অভিযানে অংশ নেন ইমিগ্রেশনের ১৮৯ জন কর্মকর্তা।

ইমিগ্রেশনের ডিজি  ইন্দিরা খাইরুল জাইমি দাউদ বলেন, আমরা তথ্য পেয়ছিলাম যে এখানে এমসিও লঙ্ঘন করে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে এবং স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছে না। মূলত এ কারণেই আমরা কর্মকর্তাদের নিয়ে অভিযান চালাতে বাধ্য হয়েছি।

আটককৃতদের সিমুনি ক্যাম্পে নিয়ে করোনা পরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান জাইমি দাউদ।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *