মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ শখ প্রত্যেক মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আর এই শখ পূরণের ইচ্ছা মানুষকে তাড়িয়ে বেড়ায় দূর থেকে বহুদূর। গ্রাম্য প্রবাদে আছে ‘শখের তোলা আশি টাকা’। এই কথার বাস্তব রূপ দিলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার ৩ নং আন্দিকুট ইউনিয়নের ২ ওয়ার্ডের গাঙ্গেরকোট গ্রামের মোঃ মাতু মিয়ার কনিষ্ঠ ছেলে মোঃ ফরিদ উদ্দিন।

গত রবিবার (২৭ মার্চ) মোঃ ফরিদ উদ্দিন হেলিকপ্টারে করে বিয়ে করতে যান কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানার ৬নং বাংগরা পূর্ব ইউনিয়নেরর বর্তমান চেয়ারম্যান শেখ জাকিরের ভাতিজী এবং শেখ আলমগীরের কনিষ্ঠ কন্যা সাবরিয়া মেহনাজ সামিহাকে। সামিহা ৬নং বাংগরা পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাংগরা গ্রামের শেখ বাড়ীর মেয়ে। এ সময় হেলিকপ্টারে আসা বর দেখতে এলাকার শত শত উৎসুক নারী-পুরুষ ভিড় করেন।

খোঁজ নিয়ে জানা যায়, মোঃ ফরিদ উদ্দিন সৌদি প্রবাসী এবং বিশিষ্ট ব্যবসায়ী। হেলিকপ্টারে গিয়ে বিয়ে করে এলাকার সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন তিনি।

বিয়ের অনুষ্ঠানের একজন বরযাত্রী বলেন,‘শখের বসেই হেলিকপ্টারটি ভাড়া করে আনা হয়েছে। বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব তো অনেক কম।

তিনি বলেন,‘বিয়েতে বরযাত্রী ছিলেন প্রায় ৩শ জন। বর হেলিকপ্টারে গেছেন, আমরা মাইক্রোবাস আর বাইকে গেছি। মঙ্গলবার বৌ-ভাত অনুষ্ঠিত হয়েছিল।

কনের বাবা ৬নং মুরাদনগর উপজেলার ৬নং বাংগরা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর বলেন মেয়ে-জামাইয়ের আবদার পূরণ করতে এই আয়োজন। এই প্রথম এই এলাকায় হেলিকপ্টারে চড়ে আমার মেয়ের বিয়ে হলো।তাদের আবদার পূরণ হয়েছে। এটা ভেবে আমার খুব ভালো লাগছে।