গেলো বৃহস্পতিবার বার্সেলোনার ক্যাসেলডেফেল অঞ্চলে মেসির বাড়িতে চুরির চেষ্টা চালায় দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি। স্প্যানিশ টিভি চ্যানেল ‘অ্যান্টেনা ৩’-এর ‘ওয়াই আহোরা সনসোলেস’ অনুষ্ঠানে এই দাবি করা হয়। এ অনুষ্ঠানে করা দাবির বরাত দিয়ে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ল্যান্স’ এই খবর জানিয়েছে।

সিসিটিভি ক্যামেরায় সে সময় দেখা যায়, মেসির বাড়িতে ঢোকার জন্য সবরকম চেষ্টা করেন ওই দুই চোর। এ সময় তাদের গায়ে ছিল কালো রঙের হুডি, সাথে মাস্কে ঢাকা ছিল মুখ।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সিসিটিভির ভিডিওতে দেখা যায়, চোররা প্রথমে মেসির বাড়ির বাগান দিয়ে বাড়ির আঙিনায় ঢুকে পড়ে। তারপর দরজা এবং জানালা ভেঙে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে সে চেষ্টায় সফল হয়নি তারা। এরপর গ্যারেজ দিয়েও ভিতরে ঢোকার চেষ্টা করেছিল তারা। এর মধ্যেই ঘটনাস্থলে পুলিশ চলে এলে দেয়াল টপকে পালিয়ে যায় ওই দুই চোর।