‌লক্ষ্মীপুর প্র‌তি‌নি‌ধিঃ লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে মোবাইল  না দেওয়ায় মা‌য়ের সা‌থে অ‌ভিমান ক‌রে সাজ্জাদ হো‌সেন (০৮) না‌মে এক শিশু গলায় ফাঁস দি‌য়ে আত্মহত্যা ক‌রে‌ছে।

ঘটনা‌টি ঘ‌টে শুক্রবার (২৮ জুলাই) রায়পুর উপ‌জেলার ৪ নং সোনাপুর ইউ‌নিয়‌নের ৩ নং ওয়া‌র্ডে। নিহত সাজ্জাদ হো‌সেন হি‌মেল রাখা‌লিয়া মোকরমআলী সর্দার বা‌ড়ির ‌মোঃ খোকন হো‌সে‌নের ছে‌লে।

সূ‌ত্রে জানা যায়, বৃহস্প‌তিবার (২৮ জুলাই) সাজ্জাদ তার ম‌া‌য়ের মোবাই‌লে গলায় ফাঁস দেওয়ার এক‌টি টিকট‌কের ভি‌ডিও দে‌খে এবং তার মা‌কে ব‌লে সে ও এমন এক‌টি টিকটক বানা‌বে এবং সে মারা যা‌বে না।

 শুক্রবার তার মা‌য়ের কা‌ছে মোবাইল চাই‌লে তার মা তা‌কে মোবাইল না দিয়ে দরজায় তালা দি‌য়ে পুকু‌রে চ‌লে যায়। পরবর্তীতে পুকুর থেকে এসে দেখতে পায় যে উক্ত সাজ্জাদ নিজ বিল্ডিং ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে সামনে রুমের জানালার গ্রিলের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে পরে তাহার মায়ের চিৎকার শুনে বাড়ির লোকজন এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সাজ্জাদ কে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মর্মে জানা যায়।