আন্তর্জাতিক ডেস্কঃ শক্তিশালী ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে লণ্ডভণ্ড মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্য। এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে প্রশাসন। বাড়তে পারে প্রাণহানি। খবর এপির।
আজ সোমবার (১৫ মে) আবহাওয়া অধিদফতরের প্রকাশিত সবশেষ বুলেটিন অনুসারে, বাতাসের তীব্রতায় ক্ষতিগ্রস্ত টেলি-কমিউনিকেশন টাওয়ার, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি ও গাছপালা। তাছাড়া দুর্গত এলাকাগুলোয় হয়েছে আকস্মিক বন্যা। অঞ্চলটিতে বিচ্ছিন্ন বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ, বন্ধ ইন্টারনেট সেবাও।
গতকাল রোববার (১৪ মে) দুপুরে রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ে’তে আঘাত হানে মোখা। এসময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ২৫৯ কিলোমিটার। যা ক্যাটাগরি ফাইভ হারিকেনের সমতুল্য।
১২ লাখের বেশি মানুষ রয়েছেন আশ্রয়কেন্দ্রে। দেশটির আবহাওয়াবিদরা বলছেন, মিয়ানমারের ইতিহাসে ১৩ বছরের মধ্যে সবচেয়ে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় এটি। সবশেষ ২০১০ সালে সাইক্লোন গিরির তাণ্ডবে প্রাণ হারান ৪৫ জন।