তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক টানা দুইবারের মতো জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। তিনি গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন। এছাড়া ওসি তদন্ত শ্রেষ্ঠ অফিসার মনোনিত হয় শ্রীমঙ্গল থানার হুমায়ূন কবির ও এস, আই পদে শ্রেষ্ঠ মনোনিত হয় শ্রীমঙ্গল থানার আসাদুর রহমান।

গেল শনিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গত অক্টোবর মাসের অপরাধ মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হকের হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

এছাড়াও শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হন মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিকো, শ্রেষ্ঠ উপপরিদর্শক হিসেবে পুরস্কার গ্রহণ করেন সদর মডেল থানার জহুরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ বি এম মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. শহীদুল হক মুন্সি।

এছাড়াও এসময় ছিলেন জেলার সাত থানার অফিসার ইনচার্জরা এবং অন্যান্য কর্মকর্তারা।

ওসি ইয়াছিনুল হকের সাথে কথা বললে উনি জানান, সকলের সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে। আগামীতেও এই ধারাবাহিকতা ধরে রাখার যথাসাধ্য চেষ্টা করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *