তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলাকে মাদক ও  চোরাচালান মুক্ত করার লক্ষ্যে মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অদ্য ৬ জুন গতকাল  রবিবার দেড় ঘটিকার সময় মৌলভীবাজার জেলার সদর থানাধীন মৌলভীবাজার পৌরসভার অন্তর্গত পশ্চিম বড়হাট এলাকার ‘কে-আর ভিলা ‘শেরপুরী বাসার গেটের সামনে থেকে বিপ্লব মালাকার(২৫) নামে এক যুবককে আটক করে। আটকের পর তার শরীরে থাকা ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
বিপ্লব মালাকার গিয়াস নগরের ভুজবল গ্রামের বাসিন্দা গিরেন্দ্র মালাকারের ছেলে বলে জানা যায়।
বিপ্লব মালামালকে জেলা গোয়েন্দা পুলিশ ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে ডিবি পুলিশ অফিসে নিয়ে যাওয়া হয়। গোয়েন্দা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নিকটস্থ থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
ঔই বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ বদিউজ্জামান সাথে যোগাযোগ করলে জানান, আটক কৃত যুবক র্দীঘ দিন হতে মাদক ব্যবসার সাথে জরিত। আজ হাতে নাতে মাদক কারবারী বিপ্লব মালামালকে হাতে নাতে আটক করা হয় এবং মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা গোয়েন্দা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *