তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলাজুড়ে ২১ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে চালু হয়েছে গ্যাস ও পেট্রোল পাম্পগুলো। উদ্ভুত সমস্যারও সমাধান হয়েছে। মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনসহ জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় এ সমস্যার সমাধান হয়। ফলে জেলাজুড়ে সকল গ্যাস ও  পেট্রোল পাম্পের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গলের কালাপুর মেরিগোল্ড ফিলিং স্টেশনের মালিক ও সিএনজি-ফুয়েল (অউনার) অ্যাসোসিয়েশন মৌলভীবাজারের জ্যেষ্ঠ নেতা সৈয়দ সাইফুল আলী।

এ বিষয়ে সাইফুল আলী বলেন, ২১ ঘণ্টা পর আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। এখন জেলার সকল গ্যাস ও পেট্রোল পাম্পগুলোর কার্যক্রম স্বাভাবিক হয়েছে। অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, পুলিশ, প্রশাসন ও জরুরি সেবাদানকারীদের গাড়িতে গ্যাস-পেট্রোল; ফুয়েল দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, সমঝোতা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পাম্প কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের করা মামলাটি আপিল করলে তা নিষ্পত্তি করা হবে।

এর আগে রোজ রোববার (২৫ জুলাই) সন্ধ্যায় শ্রীমঙ্গল-সিলেট রোডস্থ মেসার্স সাজ্জাদুর রহমান সিএনজি এন্ড ফুয়েল ফিলিং স্টেশনে একটি সিএনজি চালিত অটোরিকশাকে গ্যাস দেয়ার অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। যদিও ফিলিং স্টেশন কর্মচারীরা বলছেন, সিএনজিতে অসুস্থ গর্ভবতী নারী থাকায় গ্যাস দেয়া হয়েছিল।

এ ঘটনাকে কেন্দ্র করে রোববার সন্ধ্যা ছয়টা থেকে জেলাজুড়ে ধর্মঘটের ডাক দেয় সিএনজি-ফুয়েল অউনার্স অ্যাসোসিয়েশন। গাড়িতে তেল-গ্যাস দেয়া বন্ধ করে দেয় ফিলিং স্টেশনগুলো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *