তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে কটুক্তি ও বিদ্রুপাত্মক তথ্য প্রচারের দায়ে তোফায়েল আহমেদ ওরফে হুমায়ূন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
SK Tufayel Ahmed নামের একটি ফেসবুক আইডি ইচ্ছাকৃতভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বিদ্রুপাত্মক ও মানহানিকর তথ্য প্রচার করে আসছিল । বিষয়টি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মহোদয়ের নজরে আসলে উক্ত ব্যক্তিকে গ্রেফতারে মাঠে নামে সদর মডেল থানা পুলিশের দল। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমানের তত্ত্বাবধানে সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গত মঙ্গলবার বিশেষ অভিযান পরিচালনা করে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের কালার বাজার নামক স্থান থেকে উক্ত ফেসবুক আইডির মালিক তোফায়েল আহমেদ ওরফে হুমায়ূনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তোফায়েল আহমেদ ওরফে হুমায়ূনকে জিজ্ঞাসাবাদে SK Tufayel Ahmed নামক আইডি নিজের বলে স্বীকার করে। সে সদর উপজেলা একাটুনা ইউনিয়নের খোজারগাঁও গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গ্রেফতারকৃত তোফায়েল আহমেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।