তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো দুবাই প্রবাসী হৃদয় মিয়া (২৫) নামে এক তরুণের। শনিবার (১১ জুন) বিকেল প্রায় ৪ টার দিকে শহরের পানি উন্নয়ন বোর্ডের সম্মুর্খে এ ঘটনাটি ঘটে।

হৃদয় মিয়া মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের টিভি হাসপাতাল এলাকার মতি মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হৃদয় শহরের কোর্ট রোড এলাকা থেকে মোটরসাইকেল যোগে যাবার পথে পানি উন্নয়ন বোর্ডের সম্মুর্খে একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী দুবাই প্রবাসী হৃদয় মিয়া (২৫) গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে। উদ্ধারের পর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন।