তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে হোসাইন আহমেদ নামে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। শনিবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে মৌলভীবাজার শহরস্থ পৌর এলাকাধীন পুলিশ ফাঁড়ির সামনে একটি প্রাইভেট কার ও তিনটি মোটরসাইকেলে এসে তার ওপর হামলা করা হয়। 

ভুক্তভোগী হোসাইন আহমেদ দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

মৌলভীবাজারে সাংবাদিকের ওপর হামলা

সাংবাদিক হোসাইন আহমদ জানান, তিনি নিজ অফিস থেকে মোটরসাইকেল যোগে পোশাক আনার জন্য ট্রেইলারের দোকানের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি শহরের পুলিশ ফাঁড়ি ও পোস্ট অফিসের সামনে আসলে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে প্রাইভেট কার থেকে অস্ত্র বের করে সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে হোসেইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।