‌মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ প্র‌তিবছর সারা দে‌শে যথাযথ মর্যাদায় ১৬ ডি‌সেম্বর মহান বিজয় দিব‌স পালন করা হয়। সারা দে‌শের ন্যায় লক্ষ্মীপু‌রের রায়পু‌রে পা‌লিত হ‌য়ে‌ছে বিজয় দিবস। সূর্যদ‌য়ের সা‌থে সা‌থে রায়পুর উপ‌জেলা প্রশাসন, বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক সংগঠন এবং শিক্ষা প্র‌তিষ্ঠান থে‌কে শহীদ‌দের প্র‌তি শ্রদ্ধাঞ্জলী জানা‌নো হয়। রায়পুর সাংবা‌দিক ইউ‌নিয়ন মহান বিজয় দিব‌সে সকল শহীদ‌দের প্র‌তি শ্রদ্ধাঞ্জলী জানায়।

‌বিজয়ের দি‌নে রায়পু‌রে শহীদ মু‌ক্তি‌যোদ্ধা‌দের স্মর‌ণে শ্রদ্ধার্ঘ বেদীর ভি‌ত্তিপ্রস্থর স্থাপন ক‌রেন লক্ষ্মীপুর ২ রায়পু‌রের এম‌পি এড‌ভো‌কেট নুর উ‌দ্দিন চৌধুরী নয়ন।

বিজয় দিবস উপল‌ক্ষে ‌রায়পুর সরকা‌রি মা‌র্চ্চেন্টস স্কু‌লের প্রাঙ্গ‌নে রায়পু‌রের বি‌ভিন্ন স্কু‌লের শিক্ষার্থীরা কুচকাওয়াজ সাংস্কৃতিক অনুষ্ঠা‌নে অংশগ্রহন ক‌রে। এসময় বিজ‌য়ী শিক্ষার্থীদের মা‌ঝে পুরস্কার বিতরন করা হয়।

‌বিজয় দিবসে রায়পুর মা‌র্চ্চেন্টস একা‌ডেমীর প্রাঙ্গ‌নে রায়পুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌র অঞ্জন দা‌শের সভাপ‌তি‌ত্বে বীর মু‌ক্তি‌যোদ্ধা পরিবারবর্গের প্র‌তি সংবর্ধনা ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

সভায় প্রধান অ‌তি‌থি হ‌য়ে বক্তব্য রা‌খেন লক্ষ্মীপুর ২ রায়পুর আস‌নের সংসদ সদস্য এড‌ভো‌কেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান মামুনুর র‌শিদ, পৌর মেয়র গিয়াস উ‌দ্দিন রু‌বেল ভাট,কাজি জাম‌শেদ ক‌বির ব‌কি‌বিল্লাহ,স‌বেক পৌর মেয়র ইসমাইল হো‌সেন খোকন সহ অন্যান্য ব্য‌ক্তিবর্গ।

এ সময় বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের নিহত প‌রিবা‌রের মৃত ব্য‌ক্তির ৬ পরিবারের হা‌তে এম‌পি নুরউ‌দ্দিন চৌধুরী নয়ন এর ব্য‌ক্তিগত পক্ষ থে‌কে আ‌র্থিক সহায়তা প্রদান করা হয় এবং বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।