আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ থেকে আরও ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বুধবার পর্যন্ত মোট ৫৪টি মরদেহ উদ্ধার করা হলো। খবর রয়টার্সের।

রয়টার্স জানিয়েছে, এ ভবন ধ্বসের ঘটনায় প্রায় একশজন নিখোঁজ হয়েছে। তবে বুধবার দমকল বিভাগ একটি ব্যক্তিগত ব্রিফিংয়ে হতাহতের পরিবারের সদস্যদের জানিয়েছে, ধ্বংসাবশেষ থেকে আর কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই।

এর আগে গত ২৪ জুন প্রথমে ১২ তলা ভবন এর অর্ধেক ইউনিট ধসে যায়। এর পর ভবনের বাকি অংশ ৪ জুলাই রবিবার রাতে বিস্ফোরণের মাধ্যমে ভেঙে ফেলা হয়। ওই অংশে কোনো মানুষ ছিল না। রবিবার রাত ১০টার দিকে বিস্ফোরণের মাধ্যমে এটি ভেঙে ফেলা হয়। ১৯৮০ সালে ওই ভবন নির্মাণ করা হয়েছিল। এতে ১৩০টি ইউনিট ছিল।

তবে বিস্ফোরণের আগে বন্ধ করে দেয়া হয় উদ্ধারকাজ। ভবন ধসের কারণ এখনো জানা যায়নি।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *