সিএনবিডি ডেস্কঃ রাজধানী ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের দক্ষিণ খান এলাকায় ব্যবসায়ের মধ্যকার বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে গুলির বিনিময় ঘটনা ঘটে। এ ঘটনার দরুন এক ব্যবসায়ী নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় দক্ষিণ খান এলাকার আইনুসবাগ চাদনগরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম আবদুর রশিদ।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে থাকা পুলিশ এই ঘটনার সাথে কারা জড়িত ছিল তা সন্ধানের চেষ্টা করছে।”

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, বালু ব্যবসায়ীকে নিয়ে ব্যবসায়ী আবদুর রশিদের প্রভাবশালী আমিনুল ইসলাম হান্নানের সাথে বিরোধ চলছিল। সেই বিবাদকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়েছেন আবদুর রশিদ।

দক্ষিণ খান থানার ওসি সিকদার মোঃ শামীম জানান, সকাল সাড়ে দশটায় দু’পক্ষের মধ্যে গুলিবর্ষণ হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ ব্যবসায়ী আব্দুর রশিদ নিহত হয়েছেন। পরে তার মরদেহ স্থানীয় কেসি হাসপাতালে নেওয়া হয়।

হান্নান নামে একজন জাপানী ব্যক্তি এই হত্যাকাণ্ডে জড়িত আছে বলেও তিনি মন্তব্য করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *