অলিউর রহমান নয়ন, জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর ভাঙ্গনের মুখে পড়েছে গতিয়াশাম কমিউনিটি ক্লিনিক ভবন। এছাড়াও ভাঙ্গন হুমকির মুখে রয়েছে নামাভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনসহ আরো সহস্রাধিক ঘড়বাড়ী। গত দেড় মাসের তীব্র ভাঙ্গনে বাস্তুহারা হয়েছে প্রায় দেড় হাজার পরিবার।

সরেজমিনে দেখা গেছে, রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গতিয়াশাম গ্রামে অবস্থিত গতিয়াশম
কমিউনিটি ক্লিনিকের ভবনটি বর্তমানে নদী হতে ৫০/৬০ মিটার নিকটেই অবস্থান করছে। তিস্তার তীব্র ভাঙ্গনে যে কোন মুহুর্তে নদীতে বিলীন হয়ে যেতে পারে ভবনটি।
স্থানীয়রা জানান, ২০১৮-২০১৯ অর্থবছরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাড়ে তেইশ লক্ষ টাকা ব্যয়ে কমিউনিটি ক্লিনিক ভবনটি নির্মান করে। এই কমিউনিটি ক্লিনিক থেকে এলাকার প্রায় দশ হাজার মানুষ চিকিৎসা সেবা ও সরকারি ঔষধ পায়। প্রতিষ্ঠানটি না থাকলে এ অঞ্চলের মানুষ চিকিৎসা সেবা বঞ্চিত হবে। তাই ভাঙ্গন প্রতিরোধ করে ক্লিনিকটি রক্ষার দাবি জানান তারা।
রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আশাদুজ্জামান জুয়েল বলেন, ক্লিনিকটি সরেজমিনে পরিদর্শন করে বাস্তব অবস্থা উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে। আশা করছি দ্রুততম সময়ে ব্যবস্থা গৃহিত হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *