হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার  নেকমরদ এলাকার বীর মুক্তিযোদ্ধা রতন কুমার ভক্ত (৭৫) শনিবার ৮ জানুয়ারি সকাল ৭ টায় ঢাকায় হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়।  চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৯ টায় তিনি মারা যান। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয়- শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

রাণীশংকৈলের বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পারিবারিক সুত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা রতন কুমারের মরদেহ ঢাকা থেকে তার নিজ বাড়িতে পৌঁছাবার পর আজ রবিবার ৯ জানুয়ারি রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রসঙ্গত, তিনি গত মঙ্গলবার ৪ জানুয়ারি  তার নিজ কাজে রাণীশংকৈল থেকে ঢাকায় যান। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।