হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের ঈদগাঁও বস্তিতে অবস্থিত আল আমানা ইসলামিক একাডেমি’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শনিবার (৪ মার্চ) ওই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে আবাদ তাকিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ- হিল- বাকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন স্কুল অধ্যক্ষ মাসউদ আলম।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এছাড়াও আল আমানা ইসলামিক একাডেমি’র পরিচালক আলমগীর কবির, অভিভাবক সদস্য সাংবাদিক মোবারক আলী, শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।