হুমায়ুন কবির, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারাদেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’। ‘নাগরিক অধিকার সুরক্ষায় ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ এই প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়।
এ উপলক্ষে এদিন সকাল ১১ টায় উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিফের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইউএনও তার বক্তব্যে, জন্ম নিবন্ধনে ইউপি চেয়ারম্যানদের মূল দায়িত্ব পালনের কথা বলেন। এজন্য তিনি প্রতিটি ইউনিয়ন পরিষদে জন্ম-মৃত্যু তথ্য সম্বলিত একটি তালিকা ঝুলিয়ে রাখার পরামর্শ দেন এবং সংশ্লিষ্ঠ সকলের সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত: কেউ জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করলে ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। আইন অনুযায়ী এখন থেকে ইউনিয়ন পর্যায়ে এ নিবন্ধন করা বাধ্যতামূলক। জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতে ২০২১ সালের ৯ আগস্ট মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ৬ অক্টোবরকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করেন সরকার।