হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং প্রশাসনের সহযোগিতায় সোমবার ১৩ মার্চ সকাল ১১টায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ খ্রিঃ পালন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক,ভাইস চেয়ারম্যান শেফালি বেগম,মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন,ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ। এছাড়াও প্রাথমিক অধিদপ্তরের বিভিন্ন সহকারি কর্মকর্তা, প্রধান ও সহকারি শিক্ষক, সরকারি কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সফলভাবে শিক্ষা সপ্তাহ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।