হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বিরাশী বাজার হলি চাইল্ড স্কুলের পক্ষ থেকে গত বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদকে(জাতীয় পার্টি) সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানের শুরুতেই স্কুলের হলি চাইন্ড স্কুলের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই স্কুলের সভাপতি ইসলাম হোসেন। সংবর্ধিত প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নব নির্বাচিত সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, রাণীশংকৈল উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম,যুগ্ন আহবায়ক আবু তাহের ঠিকাদার,সদস্য আকতারুল ইসলাম, উপজেলা যুব সমাজের সহ সভাপতির আব্দুল গফুর,হলি চাইল্ড স্কুলের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও স্কুলের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আগামী ১০ মাসে আমি আমার সাধ্যমতো কাজ করে আপনাদের পাশে থাকতে চাই। বিশেষ করে আমি এলাকার রাস্তা ঘাটের কাজ দ্রুত গতিতে করবো ইনশাল্লাহ। পরে এমপি উপস্থিত এলাকার নেতাকর্মি ও গরীব অসহায় মানুষের খোঁজ খবর নেন।