হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪৩০ বঙ্গাব্দের প্রথমদিন অর্থাৎ আগামী পহেলা বৈশাখ বাংলা নববর্ষ যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিসভা গত বুধবার ১২ এপ্রিল উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এ প্রস্তুতিমূলক সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ওসি গুলফামুল ইসলাম মন্ডল, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিকনেতা -সাংস্কৃতিককর্মি, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় ইউএনও বিস্তারিত কর্মসূচি সম্পর্কে সকলকে অবগত করেন। এবং পহেলা বৈশাাখ উদযাপনে সরকারি নির্দেশনা মোতাবেক বর্ণিল ও সুষ্ঠুভাবে বৈশাখ উদযাপনের লক্ষ্যে গঠিত বিভিন্ন কমিটি-উপ-কমিটি ও সংশ্লিষ্ঠ্যদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য: নির্ধারিত কর্মসূচির মধ্যে অনুষ্ঠিত পহেলা বৈশাখ উদযাপনে- মঙ্গল শোভাযাত্রা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়।