হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আমজুয়ান গ্রামে গত বৃহস্পতিবার ৯ জুন বিদ্যুতের শকে  রুমি আকতার (৩২) নামে গৃহবধু মারা গেছেন। রুমি ওই গ্রামের জালালউদ্দিনের স্ত্রী। রুমির শ্বাশুড়ি নূরজাহান বেগম গুরুতর আহত  হয়ে হাসপাতালে  চিকিৎসাধীন আছেন।

ঘটনার দিন সকাল ৯টার দিকে রুমি নিজ বাড়ির বারান্দায় দড়িতে কাপড় শুকাতে দিতে যান। ভিজা দড়ির সঙ্গে বিদ্যুৎতারের স্পর্শে রুমি তারের সঙ্গে লেগে যান।  রুমিকে তার  তার শ্বাশুড়ি  ছাড়াতে গেলে তিনিও বিদ্যুতের শকে ছিটকে পড়েন। এ পরিস্থিতিতে রুমির ভাসুর  দুলাল হোসেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রুমি পথে মারা যান। রুমি ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাহিদ ইকবালের কাছে জানতে চাইলে তিনি — রুমির মৃত্যুর বিষয়টির সত্যতা  নিশ্চিত করেছেন।