হুুুুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গত ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সদ্য প্রয়াত মীরডাংগী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম আব্দুল লতিফের রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

 এ উপলক্ষে এদিন দুপুরে উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে পাইলট উচ্চ বিদ্যালয়ে সমিতির সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আ’লীগ সভাপতি ও পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর সরকার প্রমুখ।
এছাড়াও আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, কর্মচারীবৃন্দ, স্থানীয় সুধীবৃন্দ ও মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
আলোচনা শেষে সদ্যপ্রয়াত লতিফ মাস্টারের মাগফিরাত কামনা করে দোয়া এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *