হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের নাজবাড়ি সংলগ্ন শ্রীশ্রী রাধামাধব মন্দির প্রাঙ্গণে মঙ্গলবার ৭ মার্চ বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর ৫৩৭তম শুভ আবির্ভাব উপলক্ষে এক উৎসবের আয়োজন করা হয়। ওই মন্দির কমিটি এ উৎসব আযোজন করে।
উপজেলা ইসকন কমিটির সভাপতি ডাঃ কমলা প্রসাদ দাসাধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, বাংলাদেশ শিক্ষার্থী ঐক্য পরিষদের সভাপতি বাবু রিংকু রায়, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক।
প্রধান আলোচক ছিলেন শ্রীশ্রী রাধা গোপীনাথ মন্দির, গড়েয়া(ঠাকুরগাঁও)’র সহকারী অধ্যক্ষ শ্রীমান কংসহন্ত দাস ব্রহ্মচারী। বিশেষ আলোচক ছিলেন- কমিটির সহ-সভাপতি শ্রী নিত্যানন্দ বসাক, সহ-সভাপতি অমল কুমার রায়, অধ্যক্ষ মহাদেব বসাক।
এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক নেতা, ভক্ত ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অতিথি ও আলোচকরা ছাড়াও বক্তব্য দেন-কমিটির সাধারণ সম্পাদক অমল বসাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক প্রশান্ত বসাক।