হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শনিবার ২৬ নভেম্বর রাত ১ টায় অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা বনাম মেক্সিকোর খেলা উপলক্ষে বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে আর্জেন্টিনার সমর্থকরা একটি বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল করেছেন। সমর্থকরা খেলা দেখার জন্য পৌর শহরের বিভিন্ন স্থানে বড় পর্দা স্থাপন করেছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ব্রাজিল সমর্থক হয়েও ইউসুফ মার্কেটে বড় পর্দা ও দর্শকদের বসার ব্যবস্থা করেছেন।

এদিকে  রাণীশংকৈল ডিগ্রি কলেজ বাসস্ট্যান্ড চত্বরে ব্যবসায়ি ইউসুফ আলী, ফারাজুল ইসলাম, ছাত্রনেতা সাজিদ, জয়, এদিন  খেলা দেখার জন্য অনুরূপ আয়োজন করেছেন।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর রাতে ব্রাজিল-সার্বিয়া খেলা দেখার জন্য ইউসুফ মার্কেটে ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও পৌর কাউন্সিলর ইসাহাক আলী একই আয়োজন করেছিলেন।

এ আয়োজন প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান বলেন, আসলে আমি ব্রাজিল সমর্থক হলেও রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম স্যারের পরামর্শে সাধারণ দর্শকদের কথা ভেবে আজকের খেলা দেখারও ব্যবস্থা করেছি।