হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজে রবিবার ৭ নভেম্বর দুপুরে নতুন ৪ তলা ভবনের ভিত্তি স্থাপনের শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ জাহিদুর রহমান। এ সময় কলেজ সভাপতি, উপাধক্ষ্য, ম্যানেজিং কমিটির সদস্যসহ শিক্ষক- কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে কলেজ চত্বরে গভর্নি বডির সভাপতি অধক্ষ্য  সইদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্যর জাহিদুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, অধ্যক্ষ হাসান আলী নবাব ও জাপা সভপতি এজেড সুলতান, বিএনপি সাধারণ সম্পাদক আতাউর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তি, জিবি সদস্য, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত  ছিলেন। আরো বক্তব্য রাখেন – শিক্ষক প্রতিনিধি সাদেকুল ইসলাম, শিক্ষক আবু শাহানশাহ ইকবাল,জাপা নেতা ইসাহাক আলী, জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা অধ্যাপক শাহজাহান আলী, শাহাদত হোসেন, পান্না বিশ্বাস, সাবেক ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম,উপাধ্যক্ষ মহাদেব বসাক, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম। বক্তারা তাদের বক্তব্যে মহিলা কলেজের সার্বিক উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে কলেজের উন্নয়নে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *