বিনোদন ডেস্কঃ চলচ্চিত্র দুনিয়ার গুরুত্বপূর্ণ আয়োজন কান উৎসবের ৭৫তম আসরের অফিসিয়াল সিলেকশনে এবার জায়গা পেয়েছে রাশিয়া ও ইউক্রেনের ছবি। দুই দেশের মধ্যে যুদ্ধ চলমান থাকায় বিষয়টি আলাদাভাবে নজর কেড়েছে বলেই সবার ধারনা।

প্রতিযোগিতা শাখায় স্বর্ণ পামের জন্য লড়বে রুশ পরিচালক কিরিল সেরেব্রেনিকভের “চাইকোভস্কি’স ওয়াইফস”। আঁ সাঁর্তে রিগা শাখায় নির্বাচিত হয়েছে ইউক্রেনের মাকজিম নাকোঞ্চনিয়ের ‘বাটারফ্লাই ভিশন’। কান উৎসবের জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো মনে করেন, ছবিটি খুব গুরুত্বপূর্ণ। কারণ এর প্রেক্ষাপট ইউক্রেনের ডনবাস অঞ্চল। স্পেশাল স্ক্রিনিংস শাখায় জায়গা পেয়েছে ইউক্রেনের সের্জেই লোজনিৎজা পরিচালিত ‘দ্য ন্যাচারাল হিস্ট্রি অব ডেসট্রাকশন’। ফ্রান্সের রাজধানী প্যারিসের শ্যঁজেলিজির ইউজিসি নর্ম্যান্ডি প্রেক্ষাগৃহে গত ১৪ এপ্রিল বাংলাদেশ সময় বিকাল ৩টায় কানের ৭৫তম আসরের অফিসিয়াল সিলেকশন ঘোষণা করেন থিয়েরি ফ্রেমো ও কান উৎসবের বিদায়ী সভাপতি পিয়েরে লেসকিউর।

স্বর্ণ পামের জন্য এবার প্রতিযোগিতা শাখায় লড়বে মোট ১৮টি ছবি। এর মধ্যে অন্যতম কানাডার ডেভিড ক্রনেনবার্গ পরিচালিত ‘দ্য ক্রাইমস অব দ্য ফিউচার’। দুবার স্বর্ণপাম জয়ী বেলজিয়ান ভ্রাতৃদ্বয় জ্যঁ-পিয়েরে ও লুক দারদেনের ‘টরি অ্যান্ড লকিটা’ আছে প্রতিযোগিতা শাখায়। এ ছাড়া রোমানিয়ার ক্রিস্তিয়ান মুনজিউ পরিচালিত ‘আরএমএন’, সুইডেনের রুবেন অস্টল্যুন্দের ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ এবং জাপানের কোরি-ইদা হিরোকাজুর ‘ব্রোকার’ থাকছে স্বর্ণ পামের দৌড়ে।

এশিয়া থেকে প্রতিযোগিতা শাখায় আরও আছে দক্ষিণ কোরিয়ার পার্ক চ্যান-ওক পরিচালিত ‘ডিসিশন টু লিভ’। তবে প্রতিযোগিতা শাখার বিচারকদের প্রধান কে হবেন- তা নিয়ে কিছু জানায়নি আয়োজকরা। এবারের আয়োজনের অফিসিয়াল পোস্টারও প্রকাশ হয়নি এখনো। এবার জমা পড়া ২ হাজার ২০০ ছবির মধ্য থেকে অফিসিয়াল সিলেকশন চূড়ান্ত হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির কারণে কান উৎসব বাতিল হয়। গত বছর জুলাইয়ে স্বল্প পরিসরে উৎসবটি হয়েছে। ৭৫তম আসরের মাধ্যমে স্বাভাবিকভাবে মে মাসে ফিরছে কান। আগামী ১৭ মে উৎসবের উদ্বোধনী দিনে দেখানো হবে প্রতিযোগিতা শাখার বাইরে নির্বাচিত ফ্রান্সের মিশেল আজানাভিসুসের ‘ফাইনাল কাট’। ১২ দিনের এই মহাআয়োজন শেষ হবে ২৮ মে। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন বেলজিয়ান অভিনেত্রী ভার্জিনি এফিরা।

প্রতিযোগিতা শাখার বাইরের আকর্ষণ হলিউড সুপারস্টার টম ক্রুজ অভিনীত ‘টপ গান: ম্যাভেরিক’, টম হ্যাঙ্কস অভিনীত ‘এলভিস’ এবং জর্জ মিলারের ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’।