বিনোদন ডেস্কঃ ভারতের দক্ষিণী সুপারস্টার পুনীত রাজকুমারের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে সম্পন্ন হয়েছে। আজ রবিবার (৩১ অক্টোবর) সকালে এ শেষকৃত্য সম্পন্ন হয়। খবর-ইন্ডিয়া ডট কমের।

ইন্ডিয়া ডট কম জানায়, আজ রোববার সকালে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হয় দক্ষিণ ভারতীয় এ তারকার। প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে যান কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।

বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে রাজকুমারের মরদেহ রাখা হয় শেষ শ্রদ্ধা জানানোর জন্য। সাধারণ মানুষের পাশাপাশি গণমান্য ব্যক্তিরা ফুলেল শ্রদ্ধা জানান। সেখানে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বলেন, ‘ব্যক্তিগত কারণে বললেও এটা আমার কাছে অপূরণীয় ক্ষতি। আমরা একজন বড় মাপের প্রতিভাবানকে হারালাম। পুরো পরিবারের সঙ্গে আমার ভালো বন্ধন ছিল। সেই ছোট থেকে ওকে দেখছি। আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছি।’

এর আগে গতকাল শনিবার পুনীত রাজকুমারের মরণোত্তর চক্ষুদান কার্যক্রম শেষ হয়। অভিনেতার ইচ্ছে অনুসারে চিকিৎসকদের একটি দল তাঁর মৃত্যুর পর ছয় ঘণ্টার মধ্যে প্রক্রিয়া সম্পাদন করেন।

২৯ অক্টোবর মাত্র ৪৬ বছর বয়সে জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হন পুনীত রাজকুমার। এর পর বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কিংবদন্তী অভিনেতা ড. রাজকুমার-এর সুযোগ্য সন্তান ছিলেন তিনি।

পুনীত রাজকুমার ক্যারিয়ার শুরু করেছিলেন শিশু অভিনেতা হিসেবে। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন; পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

২০০২ সালে ‘আপ্পু’ সিনেমায় অভিনয় করে কন্নড় সিনেমায় তুমুল জনপ্রিয়তা পান তিনি। প্রায় ২৯টি সিনেমায় অভিনয় করেছেন পুনীত রাজকুমার। ছিলেন কন্নড় চলচ্চিত্র জগতের সবচেয়ে পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। সামাজিক কার্যক্রম ও দানশীলতার জন্যও সুপরিচিত ছিলেন এ তারকা।

পুনীত রাজকুমারের মৃত্যুর খবরে শোকাতুর বিনোদন অঙ্গন। দেশের সীমানা ছাড়িয়ে জনপ্রিয়তা ছিল তাঁর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *