লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পু‌রে ভব‌নের ছাদ থে‌কে প‌ড়ে এক নির্মান শ্র‌মি‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। ঘটনাটি ঘ‌টে রায়পুর উপ‌জেলার নতুন বাজার এলাকায়। সোমবার (২৩ জানুয়া‌রি) নতুনবাজারের খাজুরতলা এলাকার একটি তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে মোঃ রানা (৩৫) না‌মে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। জানা যায় ১০টায় ছাদে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে এই নির্মম দুর্ঘটনা ঘটেছে।

নিহত শ্রমিক মোঃ রানা (৩৫) পৌরসভার মধুপুর গ্রামের বাহার উদ্দিনের ছেলে। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।

নিহতের বন্ধু মোঃ মাসুদ বলেন, গত কয়েকদিন ধরে রানা কাজ খোঁজ করছিলেন। দু,দিন আগেও সে তার কাছে আসে এবং সোমবার সকালে খাজুরতলায় প্রবাসি জিহাদের ভবনের ছাদের সামনের অংশে কিভাবে রং লাগাবেন তা দেখতে রানাকে বলেছিলাম। পরে আমরা দুই জন কাজ করবো।  কিন্তু রানা ছাদে উঠার আগেই বিদ্যুতের তারে জড়িয়ে ছাদ থেকে নিচে পড়ে গলায় রড ঢুকে গুরুতর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলাম মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান, ঘটনা শুনেছি। মৃতদেহটি স্বজনরা তাদের বাড়ীতে নিয়ে গেছেন। কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।