লক্ষ্মীপুর প্র‌তি‌নি‌ধিঃ লক্ষ্মীপুর জেলার রায়পুরে জাগরনী টেলিভিশনের জেলা প্রতিনিধি ও রায়পুর রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য  সাংবাদিক মামুন ভূইয়ার উপর সন্ত্রাসী হামলা হয়েছে। ঘঠনাটি ঘটেছে গত শ‌নিবার (০ ৪ জুন) সন্ধা ৭.৩০ টায় পৌরসভার ৫ নং ওয়ার্ডের মধুপুর গ্রামে।

সরেজমি‌নে গিয়ে জানা যায়, মধুপুর আঃ জব্বার ভূইয়া বাড়ির মৃত মোঃ হাচানের ছেলে মোঃ রকির কাছে মামুন ভূইয়া তার পাওনা টাকা চাইতে গেলে সে উত্তেজিত হয়ে জিআই পাইপ দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে।

গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী মামুনকে উদ্ধার করে রায়পুর সরকারী হাসপাতালে ভর্তি করায়। রকির বিরুদ্ধে এলাকায় মাদক সেবন ও সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে রায়পুর থানার ওসি শিপন বড়ুয়াকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ঘঠনাটি জেনেছি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। রকির মোবাইলে একাধিকবার ফোন করলেও তার মোবাইলটি বন্ধ পাওয়া গেছে।