জ‌হির, লক্ষ্মীপুর প্র‌তি‌নি‌ধিঃ লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে স্বামী-স্ত্রীর কল‌হের জে‌রে স্বামী গলায় ফাঁস দি‌য়ে আত্মহত্যা কর‌ে‌ছে ব‌লে অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। ‌গলায় ফাঁসে নিহত ব্যা‌ক্তির নাম আবদুর রব (৬০) ব‌লে জানা যায়। গলায় ফাঁসে নিহত ব্যা‌ক্তি আলী আহাম্মদ সোয়া‌নি বা‌ড়ির মৃত  শ‌ফি উল্যার ছে‌লে।

ঘটনা‌টি ঘ‌টে রায়পুর উপ‌জেলার ৬ নং কে‌রোয়া ইউ‌নিয়‌নের ৬ নং ওয়া‌র্ডের আলীআহাম্মদ সোয়া‌নি বা‌ড়ি‌তে।

সূ‌ত্রে জানা যায়, মঙ্গলবার (০৯ আগস্ট) রা‌তে স্বামী-স্ত্রীর মা‌ঝে ঝগড়াঝাঁ‌টি হয়। উক্ত ঘটনার পরবর্তী বুধবার (১০ আগস্ট) সকাল অনুমান ৭:০০ টার সময় নিহত ব্য‌ক্তির বাড়ির লোকজন  বাড়ির উত্তর – পশ্চিম পাশে বাগানে সুপারি গাছের পাতা কুড়াইতে গেলে দেখতে পায় যে, “আব্দুর রব” একটি রেন্ডি করি গাছের সাথে দড়ি দ্বারা গলায় ফাঁস লাগা‌নো ঝুলে আছে।

খবর পে‌য়ে উক্ত ঘটনাস্থলে রায়পুর থানা পুলিশ নিহ‌তের লাশ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন্য লাশ ম‌র্গে প্রেরন ক‌রে।