মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে অ‌বৈধভা‌বে ড্রেজা‌রে বালু উ‌ত্তোলন ব‌ন্ধে ভ্রাম্যমান আদাল‌তের অ‌ভিজান প‌রিচা‌লিত হ‌য়ে‌ছে। গত শ‌নিবার (১১ ডি‌সেম্বর) রায়পুর উপ‌জেলা‌ধিন চরকা‌চিয়া পা‌নিঘাট এলাকায় নদী থে‌কে বালু উ‌ত্তোলনকা‌লে রায়পুর উপ‌জেলা নির্বাহি অ‌ফিসার আনজন দা‌শের নে‌ত্রি‌ত্বে ভ্রাম্যমান আদলত প‌রিচা‌লিত হয়।

এসময় দিদার মোল্লা না‌মে একজন‌কে অ‌বৈধ ড্রেজা‌রে বালু উ‌ত্তোল‌নের কার‌নে ৫ লক্ষ টাকা জ‌রিমানা আদায় করা হয় এবং এক‌টি অ‌বৈধ ড্রেজার মে‌শিন জব্দ করা হয়।

প্রসঙ্গত, দীর্ঘ‌দিন যাবৎ এক‌টি অসাধু চক্র অ‌বৈধ ভা‌বে নদী থে‌কে বালু উ‌ত্তোলন ক‌রে আস‌ছি‌লো। যার ফ‌লে নদী গ‌র্ভে চ‌লে যা‌চ্ছে ফস‌লি জ‌মি , নদীর পা‌ড়ের মানু‌ষের ঘর বা‌ড়ি। অ‌ভিজান চলাকা‌লে উপ‌স্থিত ছি‌লেন রায়পুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল এবং রায়পুর থানা পুলিশ ও আনসার সদস্যগণ । অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসন, রায়পুর কর্তৃক মোবাইল কোর্ট নিয়মিতভাবে অব্যাহত থাকবে।