মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুরে গলায় ফাঁস দি‌য়ে সিরাজ (কু‌ট্টি মনা) না‌মে এক যুবক আত্মহত্যা ক‌রে‌ছে। ঘটনা‌টি ঘ‌টেছে শ‌নিবার (২১ আগস্ট) আনুমা‌নিক বি‌কেল ৫ টা। নিহত সিরাজ ৪ নং সোনাপুর ১ নং ওয়ার্ড হায়দর আলী ব্যপারী বা‌ড়ির স‌ফিক উল্লার ছে‌লে। ‌
নিহত সিরা‌জের মা জানান তার ছে‌লে একা‌ধিক এন‌জিও থে‌কে ঋণ নেয় প্র‌তি সপ্তায় এসকল ঋ‌ণের কি‌স্তি প‌রি‌শোধ কর‌তে হয়। তার ছে‌লে আ‌গে রায়পুর সরকা‌রি হাসপাতা‌লের পা‌শে হো‌টেল চালা‌তেন, তার পর কয়‌দিন রিক্সা চা‌লি‌য়ে‌ছে, মা‌ঝে মা‌ঝে মাছ বি‌ক্রি কর‌তো। সম্প্র‌তি ক‌রোনায় লকডাউ‌নে বেকার হ‌য়ে প‌ড়ে সিরাজ এ‌তে সংসার চালা‌তেই হিম‌শিম খে‌তো এরই ম‌ধ্যে লকডাউন শি‌থিল হওয়ার পর এন‌জিও থে‌কে গৃ‌হিত ঋ‌ণের সবগু‌লো ‌কি‌স্তির লোক বা‌ড়ি এসে কি‌স্তি প‌রি‌শো‌ধের জন্য চাপ দেয়।
জানা যায়, শ‌নিবার সকা‌লেও ঋ‌ণের কি‌স্তির লো‌কের সা‌থে বাক‌বিতন্ডা হয়। নিহত সিরা‌জের মা‌য়ের অ‌ভি‌যোগ তার ছে‌লে কি‌স্তির টাকা প‌রি‌শোধ কর‌তে না পে‌রে হতাশ হ‌য়ে আত্মহত্যা ক‌রে।
পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা যায়, বি‌কেল ৫টার সময় সিরা‌জের স্ত্রী এবং তার ছে‌লে সিরাজ‌কে তার নিজ ঘ‌রের আড়ার স‌ঙ্গে ঝুল‌তে দে‌খে দ্রুত না‌মি‌য়ে রায়পুর স্বাস্থ কম‌প্লেক্সে নি‌য়ে যায় সেখা‌নে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা ক‌রে মৃত ঘোষণা ক‌রেন। নিহত সিরা‌জের ২ ছে‌লে এবং এক মে‌য়ে র‌য়ে‌ছে ব‌লে জানা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *