লক্ষ্মীপুর প্র‌তি‌নি‌ধিঃ লক্ষ্মীপু‌রের রায়পু‌রে নারায়নগ‌ঞ্জের এক যুবক বিষপান ক‌রে মৃত্যু হ‌য়ে‌ছে। নিহত যবু‌কের নাম শরীফ (১৯) ব‌লে জানা যায়।

সোমবার (১২ সে‌প্টেম্বর) অনুমান ০২.৪০ টার সময় রায়পুরে মা ও শিশু হাসপাতালের সামনে ১ জন লোককে অচেতন অবস্থায় প‌ড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন জরুরী সেবা ৯৯৯ এ কল দি‌লে তাৎক্ষণিক রায়পুর থানার এসআই সুলতান মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ উক্ত ব্যক্তিকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। চি‌কিৎসারত অবস্থায় শরী‌ফের মৃত্যু হয়।

‌নিহত শরীফ নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার সৈতন কান্দা এলাকার মো. জজ মিয়ার ছে‌লে।

শরীফ কি কারণে লক্ষ্মীপুরে এসে বিষপান করেছে- তার সঠিক তথ্য এখনো জানা যায়নি। এক নারীর সাথে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে সে লক্ষ্মীপুরের রায়পুরে এসেছে বলে প্রাথমিকভাবে জানতে পারে পুলিশ।

তার দেওয়া পরিচয় অনুযায়ী পরিবারের সদস্যদের খবর দিয়ে রায়পুর থানায় নিয়ে আসা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।