মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে চোরাইকৃত গরু সহ দুই চোর‌কে আটক ক‌রে‌ছে থানা পু‌লিশ। সোমবার (২০ জুন) রায়পুর থানা অ‌ফিসার উনচার্জ শিপন বড়ুয়ার নেতৃ‌ত্বে হায়দরগঞ্জ পু‌লিশ ফাঁড়ির আইসি সুরেজিৎ বড়ুয়া, এসআই শিমুল কান্তি বড়ুয়া সহ সঙ্গীয় ফোর্স নি‌য়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় রায়পুর উপ‌জেলা‌ধিন চরআবা‌বিল এলাকায় অ‌ভিযান প‌রিচালনা ক‌রে  চোরাইকৃত গরু সহ দুই  চোর‌কে  আটক ক‌রে।

আটকৃকতরা হ‌লেনঃ-১। মোঃ রমজান(৪৮), পিতা-মৃত গিয়াস উদ্দিন সরকার, সাং-ধলপুর, থানা-যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা। ২। মোঃ হৃদয়(২৫), পিতা-মৃত বিল্লাল হোসেন, মাতা-সুফিয়া বেগম, সাং-সিনাবর, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর, বর্তমানে-ধলপুর, থানা-যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা।

গরু চ‌ু‌রির ঘটনায় চরআবাবিল এলাকার চৌ‌কিদার বা‌ড়ির আ‌মির হো‌সে‌নের স্ত্রী  না‌ছিমা বেগম বা‌দি হ‌য়ে আটককৃত আসামী সহ ৪ জ‌নের না‌মে রায়পুর থানায় এক‌টি এজাহার দা‌য়ের ক‌রেন। যাহার মামলা নং নং-২৪, তারিখ-২০/০৬/২২ইং ধারা- ৪৫৭/৩৮০/৪১১ দঃ বিঃ।

আটকৃত আসামী‌দের আদাল‌তে প্রেরন করা হ‌য়ে‌ছে।