মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপ‌জেলা‌ধিন দ‌ক্ষিন রায়পুর  আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের যৌন নি‌পিড়‌নের প্র‌তিবা‌দের শিক্ষার্থী‌ এবং অ‌ভিবাবকরা মানববন্ধন ক‌রে‌ছে। বৃহস্প‌তিবার (০৩ ফেব্রুয়া‌রি ) রায়পুর উপ‌জেলা প‌রিষ‌দের সাম‌নে সকাল ১০ টা থে‌কে  প্রায় ১ ঘন্টা পর্যন্ত চ‌লে।

মানববন্ধ‌নে আগত শিক্ষার্থীরা অ‌ভি‌যোগ ক‌রেন, শিক্ষক আবদুর র‌হিম দীর্ঘ‌দিন থে‌কে সময় সু‌যোগ বু‌ঝে তা‌দের কুপ্রস্তাব দি‌তেন এবং বি‌ভিন্ন প্র‌লোভন দি‌তেন ব‌লে মানববন্ধ‌নে অ‌ভি‌যোগ ক‌রেন। মানববন্ধ‌নে যৌন নি‌পিড়‌নে অ‌ভিযুক্ত শিক্ষ‌কের বিরু‌দ্ধে দৃষ্টান্তমুলক সা‌স্তির দা‌বি জানান।

শিক্ষার্থী‌রা ব‌লেন, এত‌দিন তারা সামা‌জিক ভা‌বে হেয় হ‌বেন ভে‌বে ভ‌য়ে মুখ খো‌লে‌নি সময় এস‌ছে প্র‌তিবাদ কারার, সময় এসেছে চ‌রিত্রহীনদের সমাজ থে‌কে বিতা‌ড়িত করার। মানববন্ধ‌নে বক্তব্য রা‌খেন মেহ‌দি হাসান, উক্ত বিদ্যাল‌য়ের প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষার্থী‌দের অ‌ভিবাবকগন।

মানববন্ধন শে‌ষে উ‌জেলা নির্বাহী অ‌ফিসার এবং শিক্ষা অ‌ফিসা‌রের কা‌ছে স্বারক‌লি‌পি প্রদান ক‌রেন এবং তারা দা‌বি ক‌রেন তদন্ত চলাকালীন সময়ে অ‌ভিযুক্ত শিক্ষককে স্কু‌লের কোন দা‌য়িত্ব না দেওয়ার জন্য ।

এসময় শিক্ষা অ‌ফিসার জানান, তদন্ত ক‌মি‌টি গঠন‌রে স‌ঠিক তদ‌ন্তের মাধ্য‌মে উপযুক্ত ব্যবস্থা নেওয় হ‌বে ব‌লে মানবন্ধ‌নে আগ‌তদের আশ্বস্ত ক‌রেন।