রায়পু‌রে প্র‌াণিসম্পদ প্রদর্শনী ২০২১ অনু‌ষ্ঠিত

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে  উপ‌জেলা প্রশাস‌নের সা‌র্বিক সহ‌যো‌গিতায় প্রা‌ণিসম্পদ প্রদর্শনী ২০২১ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। গতকাল শ‌নিবার (০৫ জুন) সকাল ১১ টায় উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী, উপ‌জেলা চেয়ারম্যান মামুনুর র‌শিদ, ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকা‌রিয়া ফিতা কে‌টে প্রদর্শনী অনুষ্ঠা‌নের উ‌দ্বোধন ক‌রেন। এরপর বি‌ভিন্ন স্টল প‌রিদর্শন ক‌রেন অনুষ্ঠা‌নের প্রধান অ‌তিথিগন।
প্রাণিসম্পদ প্রদর্শনী  অনুষ্ঠা‌নে ৩০ টি স্ট‌লে উন্নত জা‌তের গরু, ম‌হিষ, ছাগল, টা‌র্কি মোরগ, কবুতর ও পা‌খি প্রদ‌র্শিত হয়। দর্শনার্থী‌দের নজর ছিল ক‌য়ে‌কটি স্ট‌লের গরুর দি‌কে। যার ম‌ধ্যে উ‌ল্লেখ্য ছিল রায়পুর পৌর ১ নং ওয়া‌র্ডের খামা‌রি মাইদুল ইসলাম মাদু’র শাহীওয়াল জা‌তের গরু‌টি যার বর্তমান ওজন ৮০০ কে‌জি গরু‌টির বয়স তিন বৎসর ব‌লে প্র‌তি‌বেদক‌কে জানান। এবছর কোরবানী‌তে বি‌ক্রি কর‌বেন এবং ভা‌লো দা‌মে বি‌ক্রি কর‌তে পার‌বেন ব‌লে আশা প্রকাশ ক‌রেন।
৯নং স্ট‌লে ফ্রি‌জিয়ান যা‌তের ষাঁড়‌টির মা‌লিক খামা‌রি  মোঃ আক্তার হো‌সেন ব‌লেন তার ষাঁড়‌টির বয়স ২ বৎসর বর্তমানে ওজন ৮০০ কে‌জি। ষাঁড়‌টির খাবার খরচ প্র‌তি‌দিন ৫০০ টাকা।
 খামা‌রি নাজিম উ‌দ্দিন জানান তার খা‌মা‌রে বর্তমা‌নে ক‌য়েক‌টি গা‌ভি র‌য়ে‌ছে এর প্র‌তি‌টি গাভী দি‌নে ২৫ থে‌কে ৩০ কে‌জি দুধ দেয়। খামা‌রিরা জানান রায়পুর প্রা‌ণিসম্পদ বিভা‌গের তত্তাবধা‌নে তা‌দের সা‌র্বিক সহ‌যোগীতায় তারা উন্নত জা‌তের গরু পালন ক‌রে লাভবান হ‌চ্ছেন।
অনুষ্ঠা‌নে বক্তব্য রা‌খেন রায়পুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার স্বরীন চৌধুরী,  চেয়ারম্যান মামুনুর রুশিদ, উপ‌জেলা ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকা‌রিয়া সহ অন্যান্য বক্তাগন। এ সময় বক্তাগন ব‌লেন পশু খামা‌রি‌দের সা‌র্বিক সহ‌যোগীতা সবসময় করা হ‌বে তা‌দের কল্যা‌নে সবসময়  সব ধর‌নের সহ‌যোগীতা পা‌বেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *