মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে বজ্রপা‌তে আবদুল আ‌জিজ (২৮) না‌মে এক ট্রাক্টর চাল‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। মঙ্গলবার (১৪ জুন) রায়পুর উপ‌জেলাধীন ৮ নং দ‌ক্ষিণ চরবংশী ইউ‌নিয়‌নের ৮নং ওয়ার্ড মিয়ার হা‌ট নামক স্থা‌নে আনুমা‌নিক দুপুর ১২ :৩০ টায়।

বজ্রপা‌তে নিহত আবদুল আ‌জিজ ৮নং ওয়া‌র্ডের মি‌ঝি বা‌ড়ির হো‌সেন আলী মি‌ঝির বড় ছে‌লে। নিহ‌তের  প্র‌তি‌বে‌শি চাচা আমজাদ হোসাইন মু‌ঠোফো‌নে জানান, আবদুল আ‌জিজ পেশগত ট্রাক্টর চা‌লাতেন। রাহুল ঘাট থে‌কে ট্রাক্ট‌রের তেল মাথায় নি‌য়ে আস‌ছি‌লেন, প‌থিম‌ধ্যে বৃ‌ষ্টি শুরু হ‌লে বজ্রপাত হয় আর এ‌তেই তার মৃত্যূ হয়। তার মৃত্যুর খবর শু‌নে স্থানীয়রা নিহ‌তের লাশ উদ্ধার ক‌রে তার নিজ বা‌ড়ি‌তে নি‌য়ে যায়।

নিহত আবদুল আ‌জিজ বিবা‌হিত এবং তার এক ছে‌লে সন্তান র‌য়ে‌ছে ব‌লে জানা যায়। স্থানীয় মেম্বার নজরুল ইসলাম বিষয়‌টি মু‌ঠো‌ফো‌নে নি‌শ্চিত ক‌রেন এবং নিহ‌তের লাশ পা‌রিবা‌রিক কবরস্থা‌নে দাফন করা হ‌য়ে‌ছে বলেও জানিয়েছেন।