মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পু‌র পৌর শহ‌রে বেসরকা‌রি  হাসপাতাল, ক্লি‌নি‌ক ও গোডাউ‌নে ভ্রাম্যমান আদাল‌তের অ‌ভিযান প‌রিচা‌লিত হ‌য়ে‌ছে। জনসাধার‌ণের অসুস্থ্যতার জন্য চি‌কিৎসা নি‌তে বেসরকা‌রি হাসপাতাল মু‌খি তুলনামুলক বে‌শি। এ সু‌যো‌গে বেসরকা‌রি কিছু হাসপাতাল  বাড়‌তি টাকা ও আদায় ক‌রে থা‌কে এমন অ‌ভি‌যোগ মা‌ঝে ম‌ধ্যে পাওয়া যায়। গত বৃহস্প‌তিবার (০২ জুন) সহকারী ক‌মিশনার (ভূ‌মি) রা‌সেল ইকবাল ভ্রাম্যমান আদালত প‌রিচালনা ক‌রেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন ইউএইচএফপিও ডাঃ বাহারুল আলম ও ডাঃ মোঃ কবির।

ভ্রাম্যমান প‌রিচালনাকা‌লে  অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা কার্যক্রম  পরিচালনা করার অপরাধে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় পৃথক দুইটি মামলায়  ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। লাইসেন্স না থাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ করে দেয়া হয় এবং উপযুক্ত সরঞ্জাম ও টেকনিশিয়ান না থাকায় আরো দুটি ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে কক্ষে তালা দিয়ে  দেয়া হয়।

সেইসাথে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অসদুদ্দেশ্যে গোডাউনসমূহে খাদ্যশস্যের মজুতদারি নিয়ন্ত্রণে মনিটরিং করা হয়। চালের পাইকারি ব্যবসায়ীদেরকে এবিষয়ে সতর্ক করে দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত প‌রিচালনাকা‌লে সার্বিক সহযোগিতা ক‌রেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রায়পুর ডাঃ মোঃ বাহারুল আলম, রায়পুর উপজেলা খাদ্য কর্মকর্তা, মোঃ মাইনুল হোসেন এবং রায়পুর থানা পুলিশ।