মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ এক‌টি দুর্ঘটানা সারা জীব‌নের কান্না, নিস্ব হয় এক‌টি প‌রিবার। লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে সড়ক দুর্ঘটনায় এক যুব‌কের মর্মা‌ন্তিক মৃত্যু হ‌য়ে‌ছে। ঘটনা‌টি ঘ‌টে‌ছে বুধবার (০৫ জানুয়া‌রি) আনুমা‌নিক দুপুর ১২ টায়।

রায়পুর উপ‌জেলা‌ধিন রাখা‌লিয়া মহাসড়‌কে ঢাকা থে‌কে রায়পুরগামী ঢাকা এক্স‌প্রে‌সের এক‌টি বা‌সের সা‌থে মোটরসাই‌কে‌লের ধাক্কায় মর্মা‌ন্তিক মৃত্যু হয় আ‌রিফ (২৩) এর। ‌নিহত আ‌রিফ রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামের মুন্নার ছেলে ব‌লে জানা যায়।

আ‌রি‌ফের মৃত্যু‌তে এলাকায় শো‌কের ছায়া নে‌মে এস‌েছে। ছে‌লে আ‌রি‌ফের মৃত্যু‌ কে‌উই যে‌নো মে‌নে নি‌তে পার‌ছে না। সড়ক দুর্ঘটনায় ছে‌লের মৃত্যু‌তে দি‌শেহারা প‌রিবার।

এ বি‌ষয়ে রায়পুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শিপন বড়ুয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করি এবং ঘাতক বাসটি আটক করে লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।