লক্ষ্মীপুর প্র‌তি‌নি‌ধিঃ লক্ষ্মীপু‌রের রায়পু‌রে প্রে‌মি‌কের স‌ঙ্গে ভি‌ডিও ক‌লে পান্না আক্তার (১৯) না‌মে এক গৃহকর্মী আত্মহত্যা ক‌রে‌ছে ব‌লে অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।  শ‌নিবার (২৭ আগস্ট) আনুমা‌নিক সকাল ৯ টায় রায়পুর পৌরসভার ৬ নং ওয়ার্ড দ‌ক্ষিণ দেনা‌য়েতপুর ‌মিয়া রাজা বেপারী বা‌ড়ির আ‌মিন ম্যানশ‌নের ৫ তলা ভব‌নের ৩ য় তলার মোঃ নুরল আ‌মিন (৫৮) এর ফ্ল্যা‌টের সি‌লিং ফ্যান থে‌কে পান্না আক্তার (১৯ )’র লাশ উদ্ধার ক‌রে রায়পুর থানা পু‌লিশ।

সূ‌ত্রে জানা যায়, নিহত পান্না আক্তার উক্ত ঘ‌রে কাজ কর‌তেন। পান্না আক্তার ৫নং চরপাতা ইউ‌নিয়ন ৮ নং ওয়ার্ড পুর্ব চরপাতা হাওলাদার বা‌ড়ির আবদুল হা‌মি‌দের মে‌য়ে।

প্রাথমিকভাবে জানা যায়, পান্না আক্তার যশোর জেলার প্রবাসী ইসরাফিল হোসেন না‌মে এক প্রবাসীর সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক হয় এবং মোবাইলে তাহাদের বিয়ে হয়। উভ‌য়ের বি‌য়ে পরবর্তী গত মঙ্গলবার ( ২৩ আগস্ট) যশোর থেকে ইসরাফিল এর পরিবার উক্ত পান্না আক্তার কে দেখতে আসে এবং পান্না আক্তার দেখে আবার চলে যায়।

শনিবার (২৭ আগস্ট) রাতে যে কোন সময় বাসার ভিতরের কক্ষে মোবাইল ফোনে ভিডিও কলে থেকে সিলিং ফ্যানের সঙ্গে নিজ ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ব‌লে প্রাথমিকভাবে ধারনা করা হয়।

নিহ‌তের মৃতদেহ উদ্ধার করে শ্রোতাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য লাশ প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।