স্পোর্টস ডেস্ক /S.H:
শনিবার অনুষ্ঠিত হল স্প্যানিশ লা লিগার সব চেয়ে রোমাঞ্চকর দুটি ম্যাচ। জয় দিয়েও শিরোপা ধরে রাখার সুযোগ হয়নি রিয়াল মাদ্রিদের। রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ২-০ গোলে জয় দিয়ে ২০১৩-২০১৪ পর আবারও শিরোপা জয়ের স্বাদ নিলো পয়েন্ট টেবিলের আগেই এগিয়ে থাকা আতলেতিকো মাদ্রিদ।
লা লিগার গুরুত্বপূর্ণ শেষ দুটি ম্যাচ একই সময় শুরু হওয়ায় তৈরি হয়েছিল বাড়তি উত্তেজনা। শিরোপা জিতার জন্য মরিয়া হয়ে উঠেছিল রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের দ্বিতীয় থাকা রিয়ালের শিরোপা জিতার জন্য শুধু দরকার ছিল নিজেদের জয় আর আতলেতিকোর ড্র। টানটান উত্তেজনা মধ্য দিয়ে চলছিল দুটি খেলায়। প্রথমে গোল করেন ভিয়ারিয়াল। রিয়ালের জালে দারুণ ভাবে গোলটি করেন পিনো। এদিকে শিরোপা জিততে মরিয়া হয়ে থাকা রিয়াল মাদ্রিদ কোন ভাবে গোলের দেখা পাচ্ছিল না। এইভাবেই শেষ হয় প্রথম অর্ধেক, বিরতির পর ৮৭ মিনিটে নিজেদের প্রথম গোল দিয়ে শিরোপা জিতার স্বপ্নটা আবার জাগিয়ে তুলে জিদানের দল। এরপরই অতিরিক্ত সময়ে মদরিচের করা গোলে জয় পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। কিন্তু শিরোপা জুটলোনা জিদানের দলের। ভায়াদোলিদের করা গোলের জবাবো ৫৭ মিনিটে নিজেদের প্রথম গোল দিয়ে সমতা আনে আতলেতিকো। গোলটি করেন অ্যাঞ্জেল কোরেয়া তার ১০ মিনিট পরেই আতলেতিকোর হয়ে লুইস সুয়ারেজ করেন দ্বিতীয় গোলটি। এই গোলই আতলেতিকোকে নিয়ে যায় শিরোপা কাছে। ৮৬ পয়েন্ট নিয়ে আতলেতিকো স্প্যানিশ লা লিগার ট্রফি ঘরে তুলে। অন্যদিকে ৮৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় রিয়াল মাদ্রিদ এবং ৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান পায় লুইস সুয়ারেজকে বের করে দেওয়া বার্সেলোনা। ম্যাচ শেষে সুয়ারেজ কান্না ভেঙ্গে পড়ে। বার্সা থেকে বিদায় নিতে হয় তাকে বয়স বেড়েছে বলে।